expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, March 2, 2019

ব্রাজিলের সংবাদমাধ্যম

নেইমার ও তার বাবার কল্যাণে আবারও আলোচনায় বিশ্বকাপে নেইমারের ‘ডাইভ-বিতর্ক’। কিছুদিন আগে নেইমারের বাবা আহ্বান জানিয়েছিলেন, চোট থেকে বাঁচতে চাওয়ার অভিনব কৌশলকে যেন ‘ডাইভিং’ না বলা হয়। এখন নেইমার বলেছেন, তিনি আসলেই বুঝতে পারছেন না, বিশ্বকাপে ডাইভ দিয়েছেন নাকি দেননি।

এস্পোর্তে এস্পেকট্যাকুলার

’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে তাঁর প্রতি আনা ‘ডাইভিং’ বিতর্কের ব্যাপারে কথা বলেছেন নেইমার।

পায়ের চোটে পড়ে এখন মাঠের বাইরে

ggggg, হাতে অখণ্ড অবসর। অবসর সময়ে বিশ্বকাপে নিজের খেলা ম্যাচগুলোর ফুটেজ দেখে তাঁর মনে সন্দেহ জেগেছে, আসলেই তিনি ডাইভ দিয়েছেন কি না, ‘আমি বিশ্বকাপের ম্যাচগুলোর ফুটেজ দেখছিলাম। দেখতে দেখতে আমার মনে হচ্ছিল, আমি কি আসলেই ডাইভ দিয়েছি?’

No comments:

Post a Comment